আইআইটিতে র‍্যাগিং, খুন? কেন্দ্রীয় হলেই সাতখুন মাপ? | Ragging and Murder in IIT? | Guruchandali

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 окт 2024
  • গুরুচণ্ডা৯র ভিডিও।
    অনুসন্ধানঃ অমিতাভ চক্রবর্তী
    উপস্থাপনাঃ সোহিনী সেনগুপ্ত
    সম্পাদনাঃ সৌরভ দাস
    এই সংক্রান্ত লেখার লিঙ্ক www.guruchanda...
    আমাদের অন্যান্য লেখা পড়তে ও লিখতে আসুন সাইটে www.guruchanda...
    ....
    কী ছিল, দ্বিতীয়বার ময়নাতদন্তের সেই রিপোর্টে, যা নিয়ে এত রাখঢাক? কলকাতা হাইকোর্টের নির্দেশে মৃত্যুর কারণ জানতে চেয়ে অবসরপ্রাপ্ত ফরেন্সিক বিশেষজ্ঞ ডক্টর অজয় কুমার গুপ্তা মৃতদেহের দ্বিতীয়বার পোস্ট-মর্টেম করেছিলেন। পরীক্ষা শেষে প্রাথমিক রিপোর্টে তিনি জানিয়েছিলেন, যে মৃতদেহের মাথার পিছন দিকে তিনি দুটি আঘাতের চিহ্ন পেয়েছেন। বুকে আর মাথায় প্রচুর রক্তক্ষরণের ফলে হেমরেজিক শক হয়ে মারা গেছে ফৈজান। প্রথম ময়নাতদন্তের রিপোর্টে এই আঘাত চিহ্নগুলির কোন উল্লেখ ছিল না।
    এ ছাড়াও ডক্টর গুপ্তা আরও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস জানিয়েছিলেন। তিনি উল্লেখ করেন, যে, অপরাধের জায়গা থেকে সংগৃহীত বস্তুদের যে তালিকা পুলিশ বানিয়েছিল তাতে এমপ্লুরা নামওয়ালা একটি রাসায়নিকের উল্লেখ আছে। এটা ​​​​​​​উল্লেখযোগ্য ​​​​​​​কেন? ​​​​​​​কারণ ​​​​​​​এমপ্লুরা ​​​​​​​কোনো ​​​​​​​সাধারণ ​​​​​​​রাসায়নিক ​​​​​​​নয়। কোর্ট নিয়োজিত বিশেষজ্ঞ সন্দীপ ভট্টাচার্য্য জানিয়েছিলেন যে এই রাসায়নিকটি সাধারণত মাংস ইত্যাদি সংরক্ষণের জন্য ব্যবহার করা হয়।
    কারণ ফৈজানের মৃত্যুর পর একটা অদ্ভুত ঘটনা ঘটেছিল। তার মৃতদেহ অন্তত তিন দিন ধরে বন্ধ ছিল ঘরে। পচনও ধরে গিয়েছিল। মৃতদেহ গলে-পচে গেলে তার থেকে দুর্গন্ধ বের হওয়া খুবই স্বাভাবিক ঘটনা, কিন্তু তিন দিন ধরে কাছাকাছি ঘরের অন্যান্য বাসিন্দারা গলে পচে যাওয়া মৃতদেহের থেকে কোন গন্ধ পায়নি।
    এর ব্যাখ্যা কী, বোঝা খুব কঠিন না। হাইকোর্টের বিচারপতিও এই রিপোর্ট হাতে পেয়েই একে 'খুন' আখ্যা দেন, এবং তৎক্ষণাৎ সিট গঠনের নির্দেশ দেন। আরও কৌতুহলোদ্দীপক ঘটনা হল, এই নির্দেশ ঘিরে আদালতে প্রায় পঁয়তাল্লিশ মিনিট বাকবিতন্ডা চলে দুই তরফের আইনজীবীদের মধ্যে। সরকার এবং আইআইটির আইনজীবীরা একটা পর্যায়ে এও বলেন, যে, কোনো রাগিং হয়নি, এবং ফৈজানের বাবা-মা টাকা আদায় করার জন্য মামলাটা করেছেন। উল্টোদিকে তাঁদের তরফের আইনজীবী বলেন, যে, ফৈজান কর্তৃপক্ষকে রাগিং নিয়ে চিঠি লিখে লিখিত অভিযোগ পর্যন্ত করেছিল।
    ...

Комментарии • 5

  • @sabujmukhopadhyay7173
    @sabujmukhopadhyay7173 3 месяца назад +1

    Khub jaruri video. Thanks

  • @pinkpasa2634
    @pinkpasa2634 3 месяца назад +1

    কী ভয়ানক! ধন্যবাদ আপনাকে।

  • @saurindranathmaiti5426
    @saurindranathmaiti5426 3 месяца назад

    You have no idea about IITS' administration.The institute may be central govt. funded but these type of cases are to be probed by state govts.State police are thoroughly unfit for this kind of jobs.Do not blame the Central Govt. only for their funding the institutes.

    • @SouravDas-vi1jh
      @SouravDas-vi1jh 3 месяца назад

      Administration kader under e? khobor ta sotti chepe dewa nie. Administration ke kathgoray dar korano hocche na keno? Media chup keno? ekta Khun lukhano hocche.